
দৈনিক সমকাল
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সমকালকে বলেন, সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের পাশাপাশি ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকার করেছে। আর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন গতিশীল জনপ্রশাসন। সরকারের লক্ষ্য অনুযায়ী, আমি সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন সৃষ্টির মাধ্যমে জনবান্ধব ও বন্ধুত্বপূর্ণ জনপ্রশাসন গড়ে তুলব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ডিজিটাল ও সোনার বাংলা গড়ে তুলতে চান, সেভাবে জনপ্রশাসনকে গড়ে তোলা হবে। কারণ, সোনার বাংলা গড়ার ক্ষেত্রে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আধুনিক প্রশিক্ষণ দিয়ে উৎকর্ষতা সৃষ্টির মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলা হবে। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়পরায়ণতা আরও বৃদ্ধি করা হবে। হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগণের সেবক হিসেবে কাজ করবেন প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া উন্নত দেশের মতো বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে বলে জানান তিনি।